ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে ভুয়া অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের নামে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত সফটওয়্যারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবহারকারীরা। ইন্টারনেটে থাকা অসংখ্য অ্যান্টিভাইরাসের মধ্যে অধিকাংশই ভুয়া বলে দাবি করেছে সার্চ জায়ান্ট গুগল। গুগল পরিচালিত এক জরিপে দেখানো হয়েছে, সব ধরনের ক্ষতিকর ভাইরাসের মধ্যে ১৫ ভাগই অ্যান্টিভাইরাস। গুগল ১৩ মাস ধরে ২৪ কোটি ওয়েবপেজ বিশ্লেষণ করে এ তথ্য সংগ্রহ করেছে। গত বছরের জানুয়ারি থেকে জরিপ কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। সাধারণত ভুয়া অ্যান্টিভাইরাস ডেভেলপাররা ওয়েবসাইটে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট করে থাকেন। এই সফটওয়্যার ইনস্টলের পর কিছু কিছু ক্ষেত্রে দামও পরিশোধ করতে বাধ্য হন কম্পিউটার ব্যববহারকারী। গুগল জানায়, ভুয়া অ্যান্টিভাইরাস ছড়ানোর নেপথ্যে কাজ করছে অন্তত ১১ হাজারেরও বেশি ওয়েবসাইট। নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান শপোস কর্মকর্তা গ্রাহাম জানান, হ্যাকাররা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি উদ্ভাবন করে চলেছে। এটি সেই প্রক্রিয়ারই একটি অংশ। এজন্য নতুন অ্যান্টিভাইরাস সম্পর্কে পুরো ধারণা ছাড়া তা ব্যবহার না করাই উত্তম।
all bd
klhdga;k;l


0 comments:
Post a Comment