কমপিউটার টিপস ২ : নাম্বার কোড দিয়ে বিশেষ চিহ্ন/প্রতিক টাইপ করুন

Alt বাটনকে চেপে রেখে উল্লেখিত সংখ্যাগুলো ডান পাশের নাম্বার কীবোর্ড থেকে চাপ দিয়ে নিম্নোক্ত বিশেষ চিহ্নগুলো সহজে লেখা যায়:
Alt+0134 = †
Alt+0153 = (™)
Alt+0163 = (£)
Alt+0169 = (©)
Alt+0174 = (®)
Alt+0176 = °
Alt+0177 = (±)
Alt+0178 = ²
Alt+0179 = ³
Alt+0183 = •
Alt+0188 = ¼
Alt+0189 = ½
Alt+0190 = ¾
Alt+0151 = —
Alt+0166 = ¦
Alt+0191 = ¿
Alt+0215 = ×
Alt+0247 = ÷
Alt+0149 = •
Alt+0181 = µ
Alt+0128 = €
Alt+0163 = £

বি: দ্র: ব্লগে লেখার সময় প্রথমে লেখার অপশন Right ক্লিক করে English সিলেক্ট করুন। Alt বাটন চেপে রেখে ডান পাশের নাম্বার কীবোর্ড থেকে একটি করে সংখ্যা চাপ দিন। এবার Alt বাটন ছেড়ে দিন।

----------------------------------------
সুত্র : ইন্টারনেট, পত্রপত্রিকা

0 comments:

Post a Comment

all bd

klhdga;k;l