ফটো এডিট করে নিন অনলাইনে!


আস্তে আস্তে আমরা ওয়েব বেজড কম্পিউটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে এমন একটা সময় আসবে কম্পিউটারে সফটওয়্যার হিসেবে থাকবে শুধু একটা ব্রাউজার। অন্য কোন সফটওয়্যারই আপনার ইনস্টল করতে হবে না। ব্রাউজার চালু করে নির্দিষ্ট সার্ভিসের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট খুললেই হয়ে যাবে। এরই মধ্যে এরকম অনেক ওয়েব বেজড এপ্লিকেশন চালু হয়ে গেছে। যেমন:- ফাইল জিপ/আনজিপ করা, অডিও/ভিডিও ফাইল কনভার্ট করা, ওয়ার্ড প্রসেসিংয় ইত্যাদি সহ আরো অনেক কাজ এখন সরাসরি ইন্টারনেট থেকে করা যায়। আমরা অনেকেই আছি যারা ফটো নিয়ে কাজ করি। ফটো এডিটিং করি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। এখন আপনাদেরকে একটা অনলাইন ফটো এডিটরের একটা খোঁজ দেব। এই এডিটর ব্যবহার করে আপনারা সরসরি অনলাইনে ফটো এডিট করতে পারবেন।
http://www.pixlr.com/editor/ প্রবেশ করুন। দেখবেন ওয়েব সাইটের পরিবর্তে একটা প্রোগ্রাম চালু হয়ে গেছে। যারা ফটোশপ, গিমপ ব্যবহারে অভ্যস্থ তাদের কাছে এটা অনেক চেনা চেনা মনে হবে। এবং খুব সহজেই এটার কাজ আয়ত্ব করে ফেলতে পারবেন।


0 comments:

Post a Comment

all bd

klhdga;k;l