USB Modem এর ঘন ঘন ডিসকানেকশন Problem

ইদানিং ইন্টারনেট ব্যবহারের জন্য USB Modem এর ব্যবহার বেড়ে গেছে । USB Modem ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হল ঘন ঘন Disconnect হয়ে যাওয়া । এই Disconnect সমস্যা এড়ানোর জন্য নিম্নের ছোট্ট একটি রেজিস্ট্রি এডিট করুন । আশাকরি আপনার Disconnection সমস্যার স'ায়ী সমাধান আসবে ।

০১. প্রথমে : উইন্ডোজের ফায়ার ওয়াল এনবল করুন
Start/Settings/Control Panel/Windows FirWall - Turn on করুন
০২. তারপর Windows Automatic Update - disable করুন
Start/Run/ ----type – services.msc (Enter)
Windows Automatic Update এ ডাবল ক্লিক করুন এবং disable
সিলেক্ট করে ওকে করুন .

রেজিস্ট্রি এডিট :
Start/Run/ ----type – regedit (Enter)
HKEY_LOCAL MACHINE/System/Current Controlset/NetBT/Parameters এর ডান পাশের TranssportBindName ভ্যালু মডিফাই করে ০ করে দিন ।

এরপর
HKEY_LOCAL MACHINE/Microsoft /OLE এর ডান পাশের EnableDCOM এর ভ্যালু মডিফাই করে Y থেকে N করে দিন ।

0 comments:

Post a Comment

all bd

klhdga;k;l