MAC-Address পরিবর্তন করুন Registry Edit এর মাধ্যমে

MAC-Address পরিবর্তন করতে
১. Start -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE ->SYSTEM -> CurrentControlSet ->Control ->Class -> {4D36E972-E325-11CE-BFC1-08002BE10318}তে ক্লিক করুন।
৩. Right panel এ 4 digit এর কতগুলো subkeys (0000.0001,0002,0004……..0009) দেখবেন। এবার যে subkey টি আপনার নেটওয়ার্ক কার্ড,যেমন (DriverDesc = Realtek RTL8139 Family PCI Fast Ethernet NIC) সঙ্গে মিল সেটি ক্লিক করুন।

৪.“NetworkAddress” key value নির্বাচন করুন এবং ১২ সংখ্যার MAC-Address পরিবর্তন করুন (“space” “ .” অথবা “_” দিবেন না)।
৫.যদি right panel এ না পাওয়া যায় তা হলে right-click করে “New”-> “String Value” ->“NetworkAddress”লিখে এন্টার দিন এবং value পরিবর্তন করুন।
৬.এখন, Network Connection প্রথমে disable করে পুনরায় enable করুন।
৭.Start -> Run এ cmd লিখে এন্টার দিন। Command Prompt চালু হবে এবং “ipconfig /all” লিখে এন্টার দিন এবং MAC-Address দেখুন।

Source

1 comments:

Shams said...

Dear Nasir,
Thanks foryourTips. You are brilliant.Carry on .

Post a Comment

all bd

klhdga;k;l