যে ভবঘুরে সে প্রাসাদে থাকার আরাম জানবে কি করে ???
যে অমানুষ সে মানুষ হবার আহবানে সাড়া দিতে চাইবে কি করে ???
যে কখনো ভালবাসেনি সে ভালবাসার দাম দিতে পারবে কি করে ???
ভালবাশা এমন একটা জিনিশ যার প্রমান দেয়া খুব ই কঠিন, কিন্তু এখানেই সবচেয়ে বেশি জানতে চাওয়া হই – তুমি যে আমাকে ভালবাস তার প্রমান কি ???


0 comments:
Post a Comment