ধন্যবাদ আপনাকে ব্লগে প্রবেশ করার জন্য।এই ব্লগটি তথ্য ও প্রযুক্তি বিষয়ক টিপস নির্ভর।এখানে আমি চেষ্টা করেছি প্রয়োজনীয় ও কাজের টিপস আপনাদের সাথে শেয়ার করতে ।আশা করি আপনাদের ভালো লাগবে।আপনারা যদি আমার এই ব্লগটি সর্ম্পকে মূল্যবান মতামত/পরামর্শ বা কি ধরনের লেখা দেখতে চান তা জানান তাহলে আরো লেখার অনুপ্রেরনা পাবো। ধণ্যবাদসহ- Nasir call me :: 01922257557
অনলাইনে বসে আয় করা যায় এই কথাটি অনেকে গুজব মনে করেন। অনেকে ভাবেন ধোঁকাবাজী... তাদের দোষ নেই আসলে.. অর্থ উপার্জন নিয়ে এত পরিমান দুইনাম্বারী হয় অনলাইনে যে এই বিষয়ে পজিটিভ মনোভাব বজায় রাখা সত্যিই কঠিন। তবে Google AdSense এর বিষয়ে তেমন কোন দুইনাম্বারির খোঁজ পাওয়া যায়নি এখন পর্যন্ত।
0 comments:
Post a Comment