আপনার পছন্দের ছবিযুক্ত সার্চ বক্স তৈরী করুন

আমরা সাধারনত যে কোন সাইটকে নিজের হোমপেজ হিসাবে রাখলে সেই সাইটের ইনক্লুডিং ছবি এবং যে ভাবে সেট করা থাকে সেগুলিকে বাধ্য হয়ে দেখতে হয়।আজকে আপনাকে সার্চ বক্সের ব্যাকগ্রাউন্ডে পছন্দের ছবি এড করার এই টিপসটি দিচ্ছি।আপনি এই সাইটটির মাধ্যমে আপনার পছন্দের ছবিযুক্ত সার্চ বক্স তৈরী করতে পারবেন,ঠিক নিচের ছবির মত।

এটা সম্বভ এই লিঙ্কটির মাধ্যমে আপনি এই সাইট থেকে আপনার পছন্দের ছবি আপলোড করতে পারবেন আপনার সার্চ বক্সের জন্য।ছবি আপলোড হয়ে গেলে আপনি এটিকে আপনার হোমপেজ হিসাবে ব্যাবহার করতে পারেন।

“ধন্যবাদ”

0 comments:

Post a Comment

all bd

klhdga;k;l