খুব সহজেই আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভের আইকন পরিবর্তন করতে পারবেন । তার জন্য আপনাদের নিম্ন লিখিত পদক্ষেপ লক্ষ্য করতে হবে ।
পদক্ষেপ:
প্রথমে আপনি যে ড্রাইভের আইকন পরিবর্তন করবেন সে ড্রাইভে যান (Ex.- C:, D:, E: etc.) এবং সেখানে একটি text file তৈরী করুন । এবং এটির নাম পরিবর্তন করে লিখুন autorun.inf । এখন এর ভিতরে টাইপ করুন :-
আমি এখানে একটি আইকন ফাইল এনেছি ওই ড্রাইভে । এবং এই আইকন ফাইলের নাম আমি autorun.inf নামের ফাইলের ভিতরে টাইপ করেছি । এখানে আপনি আইকনের নাম যেটি হবে সেটিই টাইপ করতে হবে autorun.inf ফাইলে । এই দুটি ফাইল একেত্র বিভিন্ন ড্রাইভে রাখুন এরপর কম্পিউটার রির্স্টাট করুন । আপনি ইচ্ছে করলে আপনার পেন ড্রাইভের আইকন ও পরিবর্তন করতে পারবেন ।
ধন্যবাদ সবাইকে । যদি আমার এই পোস্ট আপনাদের কাজে আসে তবে আমাকে আপনাদের মতামত জানান ।


0 comments:
Post a Comment