windows xp তে ড্রাইভের আইকন পরিবর্তন করুন

আপনারা যদি XP ব্যবহার করেন তবে মাইকম্পিউটারের ভিতরে হার্ডডিস্কের বিভিন্ন আইকনের সাথে আপনারা পরিচিত। আপনি হয়তো চাইবেন আপনার পছন্দমত ড্রাইভারের আইকন হোক।
 
 খুব সহজেই আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভের আইকন পরিবর্তন করতে পারবেন । তার জন্য আপনাদের নিম্ন লিখিত পদক্ষেপ লক্ষ্য করতে হবে ।
পদক্ষেপ:
প্রথমে আপনি যে ড্রাইভের আইকন পরিবর্তন করবেন সে ড্রাইভে যান (Ex.- C:, D:, E: etc.) এবং সেখানে একটি text file তৈরী করুন । এবং এটির নাম পরিবর্তন করে লিখুন autorun.inf । এখন এর ভিতরে টাইপ করুন :-
auto
 
 
 
 
 
 
 
 
123
        
 
 
 
 
আমি এখানে একটি আইকন ফাইল এনেছি ওই ড্রাইভে । এবং এই আইকন ফাইলের নাম আমি autorun.inf নামের ফাইলের ভিতরে টাইপ করেছি । এখানে আপনি আইকনের নাম যেটি হবে সেটিই টাইপ করতে হবে autorun.inf ফাইলে । এই দুটি ফাইল একেত্র বিভিন্ন ড্রাইভে রাখুন এরপর কম্পিউটার রির্স্টাট করুন । আপনি ইচ্ছে করলে আপনার পেন ড্রাইভের আইকন ও পরিবর্তন করতে পারবেন ।
 
ধন্যবাদ সবাইকে । যদি আমার এই পোস্ট আপনাদের কাজে আসে তবে আমাকে আপনাদের মতামত জানান ।

0 comments:

Post a Comment

all bd

klhdga;k;l