![]()
আমাদের নানা কাজে প্রায়ই কম্পিউটারে বাংলা লিখতে হয়। বাংলা যদিও আমাদের মাতৃভাষা তারপরও দেখা যায় লিখতে গেলেই নানান ভাবে ভুল হয়ে যাচ্ছে। কখনও বানানে কখনো বাক্য গঠনে। তবে বানানে ভুলই হয় সবচেয়ে বেশি। বাংলা বানানে আছে হাজারও নিয়ম, আছে হ্রস্ব ই, হ্রস্ব উ দীর্ঘ ঈ, দীর্ঘ ঊ-কার ইত্যাদির ঝামেলা।
এতো দিন কম্পিউটারে কিছু লিখতে গেলে বাংলা বানানে সবই ভুল দেখাতো, যেন বাংলায় কোন সঠিক শব্দই নেই। তবে সুখের খবর হল এখন আপনি চাইলে আপনার কম্পিউটার আপনাকে শুধুমাত্র বানান ভুল হলেই লাল কালির ঢেউ দিয়ে দেখাবে, এর সাথে আপনি যদি চান তবে সঠিক উত্তরের জন্য একটি সাজেশন ও দিবে। আপনি ওখান থেকে আপনার কাঙ্খিত বানানটি বেছে নিতে পারবেন।
এজন্য যা করতে হবে তা হল- আপনার কম্পিউটারে ওপেনঅফিস.অর্গ ব্যবহার করতে হবে। ওপেনঅফিস .অর্গ এ বাংলা বানান পরীক্ষক এর জন্য একটি ছোট প্রোগ্রাম ওয়েব থেকে নামিয়ে নিতে হবে। যা পাওয়া যাবে এই সাইটে। বিনামূল্যে এই সফট্ওয়ারটি আপনি নামিয়ে নিয়ে ওপেনঅফিস.অর্গ এ ইনস্টল করে নিন। ইনস্টল করতে টুল মেনু থেকে এক্সটেনশন ব্যবস্থাপক এ গিয়ে যোগ করে নিন।
tools>extention manager> এখানে যে ডায়লগ বক্স আছে তাতে আপনি নামিয়ে নেয়া সফটওয়্যারটি add করে নিন। এবার দেখুন বাংলায় ভুল লিখলেই আপনাকে জানাচ্ছে। ওপেনঅফিস.অর্গ অন্যান্য অফিস স্যুটের মতই একটি প্রোগ্রাম যা দ্বারা আপনি অফিস প্রোগ্রামের যাবতীয় কাজই করতে পারবেন।
এছাড়া মজিলা ফায়ার ফক্স এও বাংলা বানান পরীক্ষক দিয়ে বাংলা বানান পরীক্ষা করা যাবে। এক্ষেতে ঐ একই সাইট থেকে মজিলার জন্য বাংলা নানান পরীক্ষক টি নামিয়ে এড অন হিসেবে ইনস্টল করে নিন।
এবার দেখুন বাংলা লেখা কত সহজ হয়ে যাচ্ছে। এই পরীক্ষকে প্রায় তিন লক্ষ শব্দ আছে যা দ্বারা সহজেই বানান শুদ্ধি করা যায়।
ওপেনঅফিসে বাংলা বানান পরীক্ষক
Subscribe to:
Post Comments (Atom)
all bd
klhdga;k;l


0 comments:
Post a Comment