গ্রামীন ফোনের ইন্টারনেট প্রতারণা

গ্রামীণ ৪০০০ টাকায় ইন্টারনেট মডেম + ৪০০ টাকায় ইন্টারনেট সীম (ইন্টারনেট সীম কি এখনো বুঝতে পারি নাই এটা কি বিশেষ কোন সীম) =৪৪০০ টাকার প্যাকেজ দিচ্ছে আর আপনি এই প্যাকেজ কিনলে প্রথম ৩ মাস ৭০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।কিন্তু আসলেই কি আনলিমিটেড? না এটি গ্রামীণ ফোনের একটি নতুন প্রতারণা ৭০০ টাকায় গ্রামীণ ফোন আপনাকে দিবে মাত্র ৩ জিবি ডাটা।  এই কথাটা গ্রামীনফোন ওয়েবসাইটে খুব ছোট করে অন্য একটি পেজে লেখা আছে যা খুব সহজে বুঝা সম্ভব নয়। শুধু ওয়েবে নয় বিজ্ঞাপন ও পোস্টারিং এর ক্ষেত্রেও গ্রামীন এই কারসাজি করেছে আজ মোবাইল মার্কেটে গিয়ে দেখলাম সব জায়গায় এই প্যাকেজের পোস্টারিং এবং সকল পোস্টারিং এ লেখা আছে এই প্যাকেজ কিনলে ৭০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট কিন্তু কোথাও লেখা নেই ৭০০ টাকায় আপনি ৩ জিবি পযর্ন্ত ব্যবহার করতে পারবেন। শুধু লেখা আছে শর্ত প্রযোজ্য।


অতএব এই ধরনের প্রতারনা থেকে সাবধান

0 comments:

Post a Comment

all bd

klhdga;k;l