ফেইসবুক, ইয়াহু, জিমেইল সহ একসাথে সবগুলো একাউন্টে চ্যাট করার জন্য সফটওয়্যার পিজিন।

পিজিনের কথা নতুন করে বলার কিছু নাই। শুধু এটুকুই বলি এতে আপনার সবগুলো একাউন্টে চ্যাট করতে পারবেন এবং চ্যাটিংযের জন্য এর চেয়ে ভাল কোন সফটওয়্যারের কথা আমার জানা নাই। খুব কম ইন্টারনেট স্পীডেও এতে সহজেই চ্যাট করা যায়। এর আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে একাধিক একাউন্ট যোগ করার সুবিধা। ধরুন আপনার ৫ টা ফেইসবুক, ১০ টা ইয়াহু, ৮ টা জিমেইল একাউন্ট আছে। একসাথে সবগুলো আইডি থেকেই চ্যাট করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে।
যেসকল একাউন্টে চ্যাট করা যায় পিজিন দিয়েঃ
*Facebook
* AIM
* Bonjour
* Gadu-Gadu
* Google Talk
* Groupwise
* ICQ
* IRC
* MSN
* MXit
* MySpaceIM
* QQ
* SILC
* SIMPLE
* Sametime
* XMPP
* Yahoo!
* Zephyr

ডাউনলোড ও ইন্সটলেশান প্রক্রিয়াঃ
পিজিন ডাউনলোড করুন এখান থেকে । ডাউনলোড করে ইন্সটল করার পর “Accounts” এ গিয়ে “Manage Accounts” থেকে একাউন্ট যোগ করুন। তবে ফেইসবুক অপশন সাধারণত থাকে না সেখানে। ফেইসবুক একাউন্ট যোগ করার জন্য ফেইসবুক চ্যাট প্লাগইন ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর ফেইসবুক একাউন্ট যোগ করুন। ব্যস কাজ শেষ।
একসাথে যদি ব্রাউজার থেকে এবং পিজিন থেকে একই একাউন্টে লগড-ইন থাকেন তাহলে কিছুক্ষন পরপর পিজিন থেকে একা একা লগ-আউট হতে পারে। তাই যে কোন এক জায়গা থেকেই লগইন করা ভাল। ফেইসবুক একাউন্ট যোগ করার সময় কোন সমস্যা হলে
এই পোস্টটির সাহায্যও নিতে পারেন।
ধন্যবাদ সবাইকে । যদি আমার এই পোস্ট আপনাদের কাজে আসে তবে আমাকে আপনাদের মতামত জানান ।

0 comments:

Post a Comment

all bd

klhdga;k;l